হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফেন্টানিল মাদকের কারণে কানাডায় ৯ বছরে মৃত্যু প্রায় ৫০ হাজার

ফেন্টানিল অপিওয়েড সাধারণত চিকিৎসায় ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহৃত হয়। ছবি: সংগৃহীত

কানাডা থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে ফেন্টানিল পাচার হয়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ফেন্টানিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। জয়ী হওয়ার পর তিনি জানান, সীমান্তে ফেন্টানিলের মতো মাদকের প্রবাহ যদি নিয়ন্ত্রণে না আনে তাহলে ২০ জানুয়ারি শপথ নিয়েই কানাডা ও মেক্সিকোর ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন তিনি। এরপর থেকে বেশ আলোচনায় এই ফেন্টানিল।

এর মধ্যে গতকাল সোমবার কানাডার জাতীয় স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৯ বছরের মধ্যে ফেন্টানিলের মতো আফিম থেকে সৃষ্ট মাদকের অতিমাত্রায় ব্যবহারে ৪৯ হাজার ১০৫ মানুষের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফেন্টানিল সাধারণত চিকিৎসায় ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহৃত হয়। এর শক্তি মরফিন বা হেরোইনের চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি এবং এর মাত্রাতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার অত্যন্ত বিপজ্জনক। কানাডার সরকারি তথ্যে দেখা গেছে, ফেন্টানিলের ব্যবহার সংক্রান্ত কারণে মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে আফিম থেকে সৃষ্ট মাদকের কারণে যত মৃত্যু হয়েছে তার ৭৯ শতাংশ ফেন্টানিলের কারণে। যা ২০১৬ সালের চেয়ে ৩৯ শতাংশ বেশি।

যদিও চলতি বছর অপিওয়েড ওভারডোজের হার সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে। এই বছর পর্যন্ত প্রতিদিন গড়ে ২১ জন ব্যক্তি অপিওয়েড ওভারডোজে মারা গেছে। যা ২০২৩ সালের তুলনায় ১১ শতাংশ কম। তবে কানাডার সরকারি স্বাস্থ্য বিষয়ক বিভাগ হেলথ কানাডা সতর্ক করে দিয়েছে, এই সংখ্যা প্রাথমিক এবং পরিবর্তিত হতে পারে। এক বিবৃতিতে হেলথ কানাডা জানায়, অপিওয়েডের ক্ষতির পরিমাণ এখন খুবই বেশি। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

এদিকে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানায়, গত বছর মার্কিন—কানাডা সীমান্তে ২০ কেজির মতো ফেন্টানিল আটক করা হয়। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশে কানাডায় তৈরি ফেন্টানিল জব্দ হওয়ার মাত্রা বেড়ে যাওয়ায় এটি বোঝা যাচ্ছে, প্রয়োজনে চেয়ে বেশি ফেন্টানিল তৈরি হচ্ছে। আর কানাডা পরিণত হয়েছে ফেন্টানিল রপ্তানিকারক দেশে।

মেক্সিকো-কানাডার পাশাপাশি চীনের ওপরও ফেন্টানিলের কারণে কড়াকড়ি আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, চীনের সরকার সিনথেটিক অপিওয়েড ফেন্টানিল মাদক পাচার না করা পর্যন্ত দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বেইজিংকে আক্রমণ করে ট্রাম্প দাবি করেন, ফেন্টানিল ব্যবসায় জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনা কর্মকর্তারা। কিন্তু সে প্রতিশ্রুতি তাঁরা রাখেননি।

ফেন্টানিলে ব্যবহৃত উপাদান উৎপাদন বন্ধ করতে চীনকে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও আহ্বান জানিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে, ফেন্টানিলের অপব্যবহারে গত বছর ৭৫ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে