হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নিহত ৫ 

যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে দোতলা একটি আবাসিক বাসভবনে আগুন লাগে। পরে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস। 

রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও আগুনের পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। 

অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি বিবেচনায় বাড়ির ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে ভবন থেকে পাঁচটি মরদেহ বের করা হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্যও আহত হন। তাঁকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

এদিকে আগুন লাগার কারণ ও সূত্রপাত উদ্‌ঘাটনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ। স্প্রিং ভ্যালির পুলিশপ্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অচিরেই অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস