হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চীনে চিপ শিল্পের সরঞ্জাম রপ্তানিতে কড়াকড়ির আভাস যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র থেকে চীনে চিপ নির্মাণের যান্ত্রিক সরঞ্জাম পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে দেশটি। নিজেদের প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দিতেই এই কড়াকড়ি আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে চীনের এনএএনডি (ন্যান্ড) চিপ উৎপাদন কারখানাগুলোতে যুক্তরাষ্ট্রের সরঞ্জাম আসা নিষিদ্ধ হবে। স্মার্টফোন ও কম্পিউটারের তথ্য় সংরক্ষণের জন্য় ন্য়ান্ড চিপ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ ছাড়া আমাজন, ফেসবুক ও গুগলের ডেটা সেন্টারেও ন্য়ান্ড চিপ ব্যবহৃত হয়।

এই সিদ্ধান্ত কার্যকর হলে এটি দক্ষিণ কোরিয়ার চিপ শিল্পেও প্রভাব ফেলতে পারে। কারণ চীনে দেশটির বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। তবে, চীনের ইয়াংজে মেমোরি টেকনোলজি কোম্পানি (ওয়াইএমটিসি) বিশ্বের অন্যতম ন্য়ান্ড চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ওয়াইএমটিসির ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে, ২০২১ সালে হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছিল—ওয়াইএমটিসির উৎপাদিত চিপের দাম কম হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয়ভাবে প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার ভর্তুকি দিয়েছে চীন। প্রতিবেদনে ওয়াইএমটিসিকে ওয়েস্টার্ন কর্প ও মাইক্রন টেকনোলজির জন্য় সরাসরি হুমকি হিসেবেও অভিহিত করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন কর্প ও মাইক্রন টেকনোলজি নামের প্রতিষ্ঠান দুটি এককভাবে বিশ্বের এক-চতুর্থাংশ ন্য়ান্ড চিপ উৎপাদন করে।

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প