হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কানাডায় পুলিশকে গুলি করে হত্যা

কানাডার টরন্টোর পশ্চিমাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

অন্টারিওর প্রিমিয়ার (আঞ্চলিক সরকারপ্রধান) ডগ ফোর্ড টুইটারে বলেছেন, ‘টরন্টোয় একজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। বোধবুদ্ধিহীন এই সহিংসতায় আমি আতঙ্কিত।’ 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার একটু আগে একজন সন্দেহভাজন বন্দুকধারী অন্টারিওর মিসিসাগা শপিং মল থেকে গুলি করে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছেন। এরপর একটি চুরি করা গাড়িতে করে তিনি পালিয়ে গেছেন। ওই এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। 

এ ঘটনার কিছুক্ষণ পরে অন্টারিওর দক্ষিণাঞ্চলের মিলটন শহরে আরও একটি গুলির ঘটনা ঘটেছে এবং সেখান থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। 

মিসিসাগার পুলিশ এএফপিকে বলেছে, মিলটন শহরে বন্দুক সহিংসতায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে কেউ মারা গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তবে মিলটন শহরের পুলিশ এক টুইটার পোস্টে বলেছে, ঘটনাস্থলে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অন্য দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

কানাডায় অতি সম্প্রতি বেশ কয়েকটি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর আদিবাসী অধ্যুষিত সাসকাচোয়ান অঞ্চলে ছুরিকাঘাতের ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ