হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন ড্রোন হামলায় নিহত ১০ আফগান পরিবারকে সহায়তার ঘোষণা পেন্টাগনের

মার্কিন ড্রোন হামলায় নিহত ১০ আফগান নাগরিকের পরিবারকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এসব পরিবারের যেসব সদস্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তাঁদের নেওয়ার জন্য কাজ করবে স্বরাষ্ট্র দপ্তর। একই সঙ্গে 'এক্স-গ্রাশিয়া কন্ডোলেন্স পেমেন্ট'র অধীনে দেওয়া হবে আর্থিক সহায়তা।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবির বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২৯ আগস্ট ড্রোন হামলায় নিহতদের একজন জেমারি আহমাদি। আহমাদিকে চাকরি দেওয়া নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনাল নামের মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, স্বেচ্ছাসেবক স্টিভ নোউনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব ফর পলিসি, কলিন কাহল।

কিরবি বলেন, কাবুলে ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহমদীসহ অন্য নিহতরা নিরীহ ছিলেন; তাঁদের কোনো দোষ ছিল না। তাঁরা ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত ছিল না বা মার্কিন বাহিনীর জন্যও হুমকি ছিলেন না। 

তবে হামলার আগে পেন্টাগন বলেছিল, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শেষ পর্যায়ে চলে আসায় আইএস বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেছিলে। এতে বিমানবন্দরে মার্কিন নেতৃত্বাধীন সৈন্যদের জন্য ঝুঁকি সৃষ্টি হওয়ায় এ ড্রোন হামলা করা হয়। 

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ড্রোন হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার সঙ্গে সঙ্গেই খবর প্রকাশিত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় একটি ভবনের আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা একটি গাড়ির ধ্বংসাবশেষ। পরে পেন্টাগন বলেছিল, এটি একটি 'মর্মান্তিক ভুল' হয়েছে। তবে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ড আফগানিস্তানে মার্কিন সন্ত্রাসবিরোধী হামলার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে।

প্রসঙ্গত, ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন মার্কিন সেনা এবং অসংখ্য আফগান নাগরিক নিহতের তিন দিন পর এই হামলা করে যুক্তরাষ্ট্র। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও