হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে কখন ও কোথায় হামলা চালাবে ইসরায়েল, জানেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ইরানে কবে, কখন ও কোথায় হামলা চালাবে তা জানেন তিনি। গতকাল শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহসহ অন্য শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান ১ অক্টোবর একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়ে। এর পর থেকেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। আর ঠিক এই সময়েই এই মন্তব্য করলেন বাইডেন। 

বার্লিনের সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ইরানে ইসরায়েলের পরিকল্পিত প্রতিক্রিয়া সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে তারপরও তাঁর এই মন্তব্য প্রথমবারের মতো এ বিষয়টি সামনে আনল যে সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে খুঁটিনাটি জানে। 

সাংবাদিকেরা জানতে চান ‘মধ্যপ্রাচ্যে শান্তির’ সম্ভাবনা কতটা? জবাবে বাইডেন বলেন, ‘আমরা একটি সুযোগ দেখতে পাচ্ছি...যে আমরা সম্ভবত ইসরায়েল ও ইরানকে এমনভাবে মোকাবিলা করতে পারি; যা কিছু সময়ের জন্য সংঘাতের অবসান ঘটাবে...এবং এর আগে-পরের ঘটনাগুলোও থেমে যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা মনে করি, লেবাননে যুদ্ধবিরতির জন্য কাজ করার সম্ভাবনা আছে। তবে গাজার জন্য এই বিষয়টি আরও কঠিন হতে চলেছে। তবে আমরা একমত যে এর (গাজার) জন্য একটি ফলাফল আনা জরুরি। হয়তো পরে কখনো এটি সম্ভব হবে।’ তবে তিনি এই বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেননি।

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প