ইরাক যুদ্ধে বড় ভুল করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পাওয়েলকে বিশ্বাসঘাতক রিপাবলিকান বলেও আখ্যায়িত করেছেন ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। রিপাবলিকান দলের জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালে প্রেসিডেন্ট থাকার সময় তিনি ওই দায়িত্ব পালন করেন। ইরাক যুদ্ধে সমর্থন সংগ্রহে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, সে জন্য অনেকের কাছে তিনি সমালোচনার শিকার হয়েছিলেন।
এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার একটি বিবৃতিতে ট্রাম্প বলেন, কলিন পাওয়েল সংবাদমাধ্যমে খুব সুন্দর করে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার খবর ছড়িয়ে বড় ভুল করেছিলেন।
বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, তিনি প্রচুর ভুল করেছেন। কিন্তু যাই হোক শান্তিতে থাকুক। ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পাওয়েল বলেন, ইরাকের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্রসম্ভার রয়েছে।