হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনায় আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ 

কোভিড-১৯ মহামারির শুরু থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন। দেশটি মোট জনসংখ্যার অন্তত ৫৮ শতাংশ মানুষ করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছিলেন এবং দেশটির শিশুদের অন্তত ৭৫ শতাংশ আক্রান্ত হয়েছিল এই ভাইরাসে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সিডিসি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৫৮ শতাংশ এবং শিশুদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি সংখ্যক মানুষ কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে বর্তমান পর্যন্ত করোনাভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে। 

এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের ধরন ওমিক্রন আসার আগে পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল—মার্কিন জনসংখ্যার অন্তত এক-তৃতীয়াংশ করোনাভাইরাসে সংক্রামিত হয়েছিলেন। তবে, নতুন জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ওমিক্রন প্রতিটি বয়সের মানুষকেই আক্রান্ত করেছে। তবে শিশু ও কিশোর-কিশোরী—যাদের মধ্যে আবার অনেকে টিকাও নিয়েছিলেন—তাদের সংক্রমণের হার ছিল সবচেয়ে বেশি। সেই তুলনায় ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ যারা এক ডোজ টিকা নিয়েছিলেন তাদের আক্রান্ত হওয়ার হার ছিল কম। 

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণের হার আবারও বৃদ্ধি পেয়েছে। সিডিসি-এর পরিচালক ড. রোচেল ওয়ালেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে সংক্রমণের হার ২২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতিদিন অন্তত প্রায় ৪৪ হাজার জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও টানা দুই সপ্তাহ ধরে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে, অধিকাংশরাই আক্রান্ত হয়েছেন ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট দ্বারা। 

ওয়ালেনস্কি বলেছেন, সিডিসি সব গণপরিবহনে মাস্ক পড়ার বিষয়টির ওপর জোর দিয়েছে এবং মহামারি সংক্রান্ত জটিলতা এড়াতে সবাইকে টিকার আওতায় আনার কৌশলকেই নিরাপদ বলে বিবেচনা করছে। মার্কিন জনসংখ্যার ৬৬ শতাংশেরও বেশি মানুষকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে এবং প্রায় ৪৬ শতাংশ মানুষকে এক ডোজ বুস্টার টিকা দেওয়া হয়েছে। 

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া