হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নির্বাচনের আগের দিনের চেয়েও বর্তমানে আমি বেশি জনপ্রিয়: ট্রাম্প

ঢাকা: আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তিনি।

ট্রাম্পের কথায়, রিপাবলিকান পার্টি যদি ক্যাপিটল হিলে ‘সঠিক লোক পেতে পারে’ তবে ২০২৪ সালের নির্বাচনে আবার অংশ নেওয়ার কথা ‘সিরিয়াসলি’ ভাববেন তিনি।

গতকাল সোমবার ফক্সের জনপ্রিয় উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য সিনেটে সঠিক লোকদের পাওয়া খুব জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণায় ‘সর্বাত্মকভাবে’ অংশ নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। প্রয়োজনে সমাবেশ, লোকজন ডাকাসহ সব কাজ করবেন। এ বিষয়ে ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি যাদের সমর্থন করি তাদের প্রায় সবাই জিতে!’

হোয়াইট হাউস ছাড়ার এই তিন মাসে সবচেয়ে বেশি কী মিস করছেন? হ্যানিটির এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘মানুষকে সহায়তা করতে না পারার বিষয়টিই সবচেয়ে বেশি মিস করছি। আমার একটি দুর্দান্ত জীবন ছিল। দারুণ–সব কাজ করতাম, কোনও সমস্যা ছিল না। কিন্তু এখন যাই করি পেছনে লোক লেগে যায়। এটা মর্মান্তিক ব্যাপার! এরপরও আমি কাজ চালিয়ে যাচ্ছি। কারণ আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি। আমি যে কোনো প্রেসিডেন্টের চেয়ে মানুষকে বেশি সাহায্য করেছি।’

করপোরেট ও ব্যক্তি কর হ্রাসে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণাকেই নিজের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন ট্রাম্প। বাইডেন প্রাশাসন প্যাকেজটি অব্যাহত রাখবে বলে আশা তাঁর।

নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমি প্রচুর জনপ্রিয়তা পেয়েছি। নির্বাচনের আগের দিনের চেয়েও এখন আমি বেশি জনপ্রিয়। কারণ, সীমান্তের পরিস্থিতি যে কতো খারাপ তা মানুষ দেখছে। কর বাড়ছে, চাকরির সুযোগ হারাচ্ছে।’

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ