হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ৯ 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। 

ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, স্যাক্রাম্যান্টো শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। রোববার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অদূরের কোনো এক জায়গা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে আর লোকজন ভয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। ঘটনাস্থলে হতাহত ব্যক্তিদের উদ্ধারে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। 

স্যাক্রাম্যান্টো পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি বজায় থাকবে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হবে, যাতে কোনো আলামত নষ্ট না হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। সেখানকার রেস্তোরাঁ, বার এবং অন্যান্য জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। 

ব্যারি অ্যাকিয়াস নামে স্থানীয় এক ব্যক্তি জানান, গুলি চালানোর পরপরই তিনি ঘটনাস্থলে আসেন। ব্যারি বলেন, ‘এসেই প্রথমে যে জিনিসটি আমি দেখেছি তা হলো একটি অল্পবয়সী মেয়ের শরীরে ছোপ ছোপ রক্ত, আরেকটি মেয়ে তাঁর চোখ থেকে চশমা খুলে ফেলছে, আরেকজন মেয়ে চিৎকার করে বলছে, “ওরা আমার বোনকে মেরে ফেলেছে”, এক মা দৌড়ে আসছেন—আমার ছেলে কোথায়, আমার ছেলের কী হয়েছে বলতে বলতে।’ 

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা