হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েল ও ইউক্রেনের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা সিনেটে অনুমোদন 

ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার জন্য ৯ হাজার ৫০০ কোটি ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন সিনেট। আজ বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করবেন বলে আশা করা হচ্ছে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে পাস হওয়া এই প্রস্তাবকে সমর্থন করে সিনেট। এই প্রস্তাবের মধ্যে ইউক্রেনের জন্য ৬ হাজার ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা রয়েছে।  আগামী ‘কয়েক দিনের মধ্যেই’ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহায়তা সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, দ্বিদলীয় ৭৯–১৮ ভোটে বিলটি পাস হয়। 

এর আগেও গত ফেব্রুয়ারিতে একই সহায়তা প্যাকেজ পাস করেছিল সিনেট। কিন্তু একদল কনজারভেটিভস ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্রস্তাবের বিরোধিতা করায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এই বিল ভোটাভুটিতে আসতে বাধা পায়। গত সপ্তাহে, নিম্নকক্ষে ডেমোক্র্যাট ও রিপাবলিকানেরা একজোট হয়ে এই বিরোধিতাকে পাশ কাটিয়ে সহায়তা প্যাকেজের পক্ষে ভোট দেন। 

তারা শেষ পর্যন্ত একটি প্যাকেজ বিলে সম্মত হয়েছেন, যার মধ্যে রয়েছে— বৈদেশিক সহায়তার পাশাপাশি পশ্চিমা ব্যাংকগুলোর হাতে থাকা রুশ সম্পদ বাজেয়াপ্ত করার আইন; রাশিয়া, ইরান ও চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা; এবং এমন একটি বিধি যা চীনা সংস্থা বাইটড্যান্সকে জনপ্রিয় সামাজিক মিডিয়া পরিষেবা টিকটক বিক্রি করতে বাধ্য করবে। 

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের ডেমোক্র্যাট নেতা চাক শ্যুমার বলেছেন, হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান স্পিকার মাইক জনসন তাঁর চেম্বারে বৈদেশিক সহায়তা বিলটি পাসের জন্য চাপ দেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। গতকাল মঙ্গলবার তিনি বলেন, ‘ভিন্ন রাজনৈতিক মতাদর্শী থাকা সত্ত্বেও আমাদের দ্বিদলীয় মনোভাব হাত মেলানোর কারণে কংগ্রেসে এই বড় ও কঠিন বিলটি পাস করানো সম্ভব হয়েছে।’ 

গত শনিবার (২০ এপ্রিল) হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্য বৈদেশিক সহায়তা প্যাকেজের বিপক্ষে ভোট দেন। মুষ্টিমেয় রিপাবলিকানের কাছে তীব্র প্রতিরোধের মুখোমুখি হয় বিলটি। এই বিরোধীদের মধ্যে অনেকেই হাউসের ক্ষমতার গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যারা ইউক্রেনকে নতুন কোনো সহায়তার বিরোধিতা করেছিলেন। 

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অতীতে ইউক্রেনের জন্য নতুন সহায়তার বিরোধিতা করেছিলেন। তবে গত সোমবার একটি রেডিও সাক্ষাৎকারে তিনি ঋণ হিসেবে ইউক্রেনকে কিছু অসামরিক সহায়তা দেওয়ার জন্য জনসনের প্রশংসা করেন। 

গতকাল মঙ্গলবার পাস হওয়া বৈদেশিক সহায়তা প্যাকেজের মধ্যে আরও রয়েছে:

  • ইসরায়েলের জন্য ২ হাজার ৬৪০ কোটি ডলারের সামরিক সহায়তা, এর মধ্যে ৯১০ কোটি ডলার গাজায় মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে
  • ‘কমিউনিস্ট চীন মোকাবিলায়’ তাইওয়ানসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের ৮১০ কোটি ডলারের তহবিল বরাদ্দ করা হয়েছে। 

বাইডেন প্রশাসনের মতে, ইউক্রেনের জন্য আগে যে মার্কিন সহায়তা বরাদ্দ করা হয়েছিল, তা বছরের শুরুতে শেষ হয়ে গেছে। 

কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের পরিস্থিতি ভয়াবহ এবং কংগ্রেস নতুন সহায়তা প্যাকেজ অনুমোদন না করলে রাশিয়ার সঙ্গে দুই বছরের পুরোনো যুদ্ধে হেরে যেতে পারে ইউক্রেন। 

জাতীয় সুরক্ষা প্যাকেজে এমন একটি বিধানও অন্তর্ভুক্ত রয়েছে, যা টিকটকের ওপর যুক্তরাষ্ট্রব্যাপী নিষেধাজ্ঞার দিকে পরিচালিত করতে পারে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপটির চীন-ভিত্তিক প্যারেন্ট সংস্থাটিকে শেয়ার বিক্রি করতে এবং মার্কিন অনুমোদিত ক্রেতা খুঁজে পেতে ৯ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তা না হলে যুক্তরাষ্ট্র জুড়ে বন্ধ করে দেওয়া হবে টিকটক। 

এই আইনে মার্কিন প্রেসিডেন্টকে সময়সীমা অতিরিক্ত ৯০ দিন বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। এর মানে সর্বশেষ নিষেধাজ্ঞাটি কার্যকর হতে এখন থেকে প্রায় এক বছর সময় লাগতে পারে।

টিকটকের বিধানটি দ্বিপক্ষীয় সমর্থন পেয়েছে। আইনপ্রণেতারা বলছেন, চীন সরকার সুরক্ষা আইন প্রয়োগ করে বাইটড্যান্সকে অ্যাপটির আনুমানিক ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে বাধ্য করতে পারে। তবে টিকটক বারবার দাবি করেছে যে এটি চীন সরকারকে তার বিদেশি ব্যবহারকারীদের ডেটা কখনো সরবরাহ করেনি এবং সরবরাহ করবেও না।

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!