হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান শিবিরে ভারতীয় মুখ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় নতুন মোড় নিয়েছে। বিরোধী রিপাবলিকান শিবিরে নতুন মুখ সামনে এসেছে। তিনি ভারতীয় মার্কিন উদ্যোক্তা বিবেক রামাস্বামী। এই দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের ঠিক পেছনে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসকে ধরে ফেলেছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে বলেছে, ইমারসন কলেজের পোলে ট্রাম্পের পর রন ডি-স্যান্টিস ও রামাস্বামী দুজনই ১০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। ৫৬ শতাংশ পেয়ে ট্রাম্প প্রথম স্থানে আছেন। 

ডি-স্যান্টিস এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকলেও গত জুন মাসে তাঁর ভোট ছিল ২১ শতাংশ। ইমারসন কলেজ পোল অনুসারে, তাঁর সমর্থনে ধস নেমেছে। এদিকে রামাস্বামীর সমর্থন ছিল মাত্র ২ শতাংশ, তা বেড়ে ১০ শতাংশ হয়ে এখন দ্বিতীয়। 

দ্য হিলের প্রতিবেদন অনুসারে, দেসান্তিস সমর্থকদের মধ্যে বেশ অনিশ্চয়তা দেখা যাচ্ছে। প্রায় বেশ অর্ধেক রামাস্বামী সমর্থক বলে তাঁরা তাঁকেই (রামাস্বামী) ভোট দেবেন, কিন্তু দেসান্তিসের ক্ষেত্রে মাত্র এক-তৃতীয়াংশ সমর্থক তাঁকে ভোট দেওয়ার নিশ্চয়তা দেন।

ট্রাম্পের ৮০ শতাংশেরও বেশি সমর্থক বলেন, তাঁরা অবশ্যই সাবেক এই প্রেসিডেন্টকে ভোট দেবেন।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস