হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের মেমফিসে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত অন্তত ৬ 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এ হামলা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ব্লক পার্টি হচ্ছে কোনো একটি এলাকার বাসিন্দাদের মধ্যে পরিচিতি এবং সৌহার্দ্য বাড়ানোর জন্য খোলা জায়গায় জমায়েত।

মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেছেন, তারা ধারণা করছেন যে, ব্লক পার্টিতে কমপক্ষে দুজন গুলি চালিয়েছিল। আর পার্টিতে উপস্থিত ছিল প্রায় ৩০০ মানুষ। শনিবার রাত পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গুলি চালানোর কারণও পরিষ্কার হওয়া যায়নি।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মেমফিস পুলিশ বলেছে, ‘তদন্তে আমরা জানতে পেরেছি, হামলায় মোট আটজন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন।’

এর আগে পুলিশ বলেছিল, বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মোট ১৬ জন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেন, ‘হামলায় জড়িতদের শনাক্ত করতে আমরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।’

কারও কাছে এ ঘটনার ফুটেজ বা তথ্য থাকলে তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন ডেভিস।

এ বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ১১৫টিরও বেশি।

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প