হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের মেমফিসে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত অন্তত ৬ 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এ হামলা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ব্লক পার্টি হচ্ছে কোনো একটি এলাকার বাসিন্দাদের মধ্যে পরিচিতি এবং সৌহার্দ্য বাড়ানোর জন্য খোলা জায়গায় জমায়েত।

মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেছেন, তারা ধারণা করছেন যে, ব্লক পার্টিতে কমপক্ষে দুজন গুলি চালিয়েছিল। আর পার্টিতে উপস্থিত ছিল প্রায় ৩০০ মানুষ। শনিবার রাত পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গুলি চালানোর কারণও পরিষ্কার হওয়া যায়নি।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মেমফিস পুলিশ বলেছে, ‘তদন্তে আমরা জানতে পেরেছি, হামলায় মোট আটজন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন।’

এর আগে পুলিশ বলেছিল, বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মোট ১৬ জন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেন, ‘হামলায় জড়িতদের শনাক্ত করতে আমরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।’

কারও কাছে এ ঘটনার ফুটেজ বা তথ্য থাকলে তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন ডেভিস।

এ বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ১১৫টিরও বেশি।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ