হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের মেমফিসে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত অন্তত ৬ 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এ হামলা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ব্লক পার্টি হচ্ছে কোনো একটি এলাকার বাসিন্দাদের মধ্যে পরিচিতি এবং সৌহার্দ্য বাড়ানোর জন্য খোলা জায়গায় জমায়েত।

মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেছেন, তারা ধারণা করছেন যে, ব্লক পার্টিতে কমপক্ষে দুজন গুলি চালিয়েছিল। আর পার্টিতে উপস্থিত ছিল প্রায় ৩০০ মানুষ। শনিবার রাত পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গুলি চালানোর কারণও পরিষ্কার হওয়া যায়নি।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মেমফিস পুলিশ বলেছে, ‘তদন্তে আমরা জানতে পেরেছি, হামলায় মোট আটজন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন।’

এর আগে পুলিশ বলেছিল, বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মোট ১৬ জন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে মেমফিস পুলিশ প্রধান সিজে ডেভিস বলেন, ‘হামলায় জড়িতদের শনাক্ত করতে আমরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।’

কারও কাছে এ ঘটনার ফুটেজ বা তথ্য থাকলে তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন ডেভিস।

এ বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ১১৫টিরও বেশি।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস