হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পেন্টাগনের নাকের ডগায় মার্কিন পুলিশ নিহত

ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এবার নিরাপত্তার চাদরে মোড়ানো পেন্টাগনের বাইরেই ঘটেছে গোলাগুলির ঘটনা। এ ঘটনায় এক মার্কিন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বরাতে গতকাল এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

সিএনএন–এর খবরে বলা হয়–মঙ্গলবার সকালে পেন্টাগন ভবনের বাইরেই একটি মেট্রোরেল প্ল্যাটফর্মে গোলাগুলির ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো অস্পষ্ট। দুটি আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য মতে, নিহত পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে অপর এক পুলিশ সদস্য ওই ব্যক্তিটিকে গুলি করে হত্যা করে। এ সময় কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। 

এদিকে, সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তিটির পরিচয়ও জানা গেছে। ২৭ বছর বয়সী এই ব্যক্তির নাম অস্টিন ল্যাঞ্জ। তিনি জর্জিয়ার বাসিন্দা। মার্কিন নৌ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০১২ সালের অক্টোবরে নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন অস্টিন। কিন্তু সেই বছরের নভেম্বরেই তিনি প্রশাসনিকভাবে বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যান। 

পেন্টাগন নিরাপত্তা বাহিনীর প্রধান উডরো কুজি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে দুর্ঘটনাটি সম্পর্কে একটি রেডিও বার্তা পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিক এই ঘটনাটিতে হঠাৎ করেই থমকে গিয়েছিল পেন্টাগন। 

কুজি জানান, ঘটনাটির পরম্পরায় পেন্টাগন এলাকায় লকডাউন জারি করা হয়। যদিও এই লকডাউন এক ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। ঘটনাটিতে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া এ ঘটনার তদন্তের দায়িত্ব পালন করছে এখন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। 

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই