হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পেন্টাগনের নাকের ডগায় মার্কিন পুলিশ নিহত

ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এবার নিরাপত্তার চাদরে মোড়ানো পেন্টাগনের বাইরেই ঘটেছে গোলাগুলির ঘটনা। এ ঘটনায় এক মার্কিন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বরাতে গতকাল এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

সিএনএন–এর খবরে বলা হয়–মঙ্গলবার সকালে পেন্টাগন ভবনের বাইরেই একটি মেট্রোরেল প্ল্যাটফর্মে গোলাগুলির ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো অস্পষ্ট। দুটি আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য মতে, নিহত পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে অপর এক পুলিশ সদস্য ওই ব্যক্তিটিকে গুলি করে হত্যা করে। এ সময় কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। 

এদিকে, সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তিটির পরিচয়ও জানা গেছে। ২৭ বছর বয়সী এই ব্যক্তির নাম অস্টিন ল্যাঞ্জ। তিনি জর্জিয়ার বাসিন্দা। মার্কিন নৌ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০১২ সালের অক্টোবরে নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন অস্টিন। কিন্তু সেই বছরের নভেম্বরেই তিনি প্রশাসনিকভাবে বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যান। 

পেন্টাগন নিরাপত্তা বাহিনীর প্রধান উডরো কুজি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে দুর্ঘটনাটি সম্পর্কে একটি রেডিও বার্তা পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিক এই ঘটনাটিতে হঠাৎ করেই থমকে গিয়েছিল পেন্টাগন। 

কুজি জানান, ঘটনাটির পরম্পরায় পেন্টাগন এলাকায় লকডাউন জারি করা হয়। যদিও এই লকডাউন এক ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। ঘটনাটিতে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া এ ঘটনার তদন্তের দায়িত্ব পালন করছে এখন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। 

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ