হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনামুক্ত জো বাইডেন, আইসোলেশনে থাকবেন দ্বিতীয় পরীক্ষা পর্যন্ত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষায় ‘নেগেটিভ ফল’ এসেছে। তবে তিনি দ্বিতীয়বার করোনা পরীক্ষা না করা পর্যন্ত আইসোলেশনে থাকবেন। স্থানীয় সময় শনিবার তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনর বলেছেন, প্রেসিডেন্ট খুব ভালো বোধ করছেন। সুস্থ আছেন। গত শনিবার আমরা তাঁর করোনা পরীক্ষায় পজিটিভ ফল পেয়েছিলাম এবং তারপর থেকে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। আজ সার্স-কোভ-২ অ্যান্টিজেন পরীক্ষায় তাঁর নেগেটিভ ফল এসেছে। সতর্কতা হিসেবে তিনি দ্বিতীয় পরীক্ষা-পূর্ব পর্যন্ত কঠোর আইসোলেশন চালিয়ে যাবেন।

গত ১৭ দিন ধরে হোয়াইট হাউসেই আছেন জো বাইডেন। এর আগে ২১ জুলাই তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। এরপর তিনি ফাইজারের অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিডের পাঁচ দিনের কোর্স সম্পন্ন করার পর করোনা পরীক্ষা করেন এবং পুনরায় ফল পজিটিভ আসে। ফলে বাইডেনকে আবার আইসোলেশনে যেতে হয়। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ‘করোনা পরীক্ষার ফল নেতিবাচক এলেও অন্তত পাঁচ দিন বিচ্ছিন্ন থাকা উচিত।’ 

প্রেসিডেন্ট বাইডেনকে করোনার সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে এবং তিনি দুটি বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প