হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কখন জানা যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল

আগামী চার বছরের জন্য কে হবেন হোয়াইট হাউসের বাসিন্দা তা জানা যাবে শিগগির। ছবি: বিবিসির সৌজন্যে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় আজ মঙ্গলবার। ঐতিহ্য অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট যে বছর অনুষ্ঠিত হবে সে বছরের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়। তার ধারাবাহিকতায় এবারও ভোটগ্রহণ হচ্ছে আজ মঙ্গলবার। সাধারণত, ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়ে যায়। যেহেতু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে, সে ক্ষেত্রে এবার হয়তো ফলাফল ঘোষণায় সামান্য দেরি হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, অতীতে অনেক প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা পর সেদিন রাতেই অথবা পরদিন সকালে ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার, অনেকগুলো অঙ্গরাজ্যে দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। ফলে, সাধারণ সময়ের তুলনায় এবারে ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে।

বিভিন্ন জরিপ থেকে দেখা গেছে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরস্পরকে টক্কর দিচ্ছেন খুব সামান্য ব্যবধানে এগিয়ে বা পিছিয়ে থেকে। ব্যবধান এতই কম যে, ফলাফল যেকোনো দিকে যেতে পারে।

এদিকে, কোনো প্রার্থী যদি নজিরবিহীনভাবে অপর প্রার্থীর তুলনায় অল্প ব্যবধানে জয়ী হন তাহলে ভোট পুনর্গণনা করা হতে পারে। যেমন, গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ার রাজ্য আইন অনুসারে ভোট পুনর্গণনা বাধ্যতামূলক হবে, যদি বিজয়ী এবং পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দশমিক ৫ শতাংশ পয়েন্টের মধ্যে থাকে। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প ও বাইডেনের মধ্যে এই ব্যবধান ছিল ১ দশমিক ১ শতাংশের একটু বেশি।

এ ছাড়া, আছে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও। এরই মধ্যে ১০০ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে, ভোটারের যোগ্যতা ও ভোটার তালিকা ব্যবস্থাপনা নিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে দায়ের করা চ্যালেঞ্জ অন্যতম। অথবা, ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোটকেন্দ্রে কোনো ঝামেলা হলে তাতেও ফলাফল ঘোষণায় বিলম্ব হতে পারে।

এদিকে, এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে অগ্রিম ভোট গণনা শুরু হয়ে গেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সুইং স্টেট মিশিগান অঙ্গরাজ্যে ভোট গণনা এগিয়ে চলছে দ্রুততার সঙ্গে। এ ছাড়া, গত নির্বাচনের সময় কোভিড মহামারি থাকায় অনেক ভোটারই ভোট দিয়েছিলেন ডাকযোগে। এবার সেই সংখ্যা কম হবে এবং সরাসরি দেওয়া ভোটের সংখ্যা বাড়ায় গণনায় সময় লাগবে বলেই অনুমান করা হচ্ছে।

তবে সব মিলিয়ে আশা করা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা হয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রে ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেন না। ঐতিহ্য অনুসারে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ২০২৫ সালের ২০ জানুয়ারি (সোমবার) যুক্তরাষ্ট্রের ক্যাপিটল কমপ্লেক্সে শপথগ্রহণের মাধ্যমে তাঁর কার্যকাল শুরু করবেন।

এটি হবে মার্কিন ইতিহাসের ৬০ তম প্রেসিডেন্ট শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট সংবিধান রক্ষার শপথ নেবেন এবং তারপর অভিষেক ভাষণ দেবেন।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস