হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিদেশি গুজব মোকাবিলায় মার্কিন নেতৃত্বে গঠিত হচ্ছে গণতান্ত্রিক দেশগুলোর জোট

নাগরিকদের বিদেশি সরকারগুলোর গুজবের হাত থেকে রক্ষা করতে জোট গঠন করতে যাচ্ছে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো। এই জোটে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এই বিষয়ক বিশেষ দূত জেমস রুবিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল এনগেজমেন্টের নন-স্টেট প্রোপাগান্ডা অ্যান্ড ডিসইনফরমেশন এফোর্টসের বিশেষ দূত জেমস রুবিন বলেছেন, ‘আমরা আশা করছি, এই জোট তথ্য ম্যানিপুলেশনের বর্তমান সংজ্ঞা ও পুরোনো মতামতের বিষয়ে একমত হবে। এমনকি আমাদের মধ্যে কিছু বিষয়ে মতভেদ থাকলেও।’

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের এই জোটে দেশটি ছাড়াও কানাডা ও যুক্তরাজ্য স্বাক্ষর করেছে। ওয়াশিংটন আশা করছে, বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশগুলোও এই জোটে অংশগ্রহণ করবে। এই জোট মূলত বিশ্বের অন্য দেশগুলোর সরকারের তরফ থেকে উৎপাদিত গুজব বা ভুয়া তথ্যের প্রতি নজর দেয়। এ ছাড়া, এ বিষয়ে একটি বৈশ্বিক কৌশল তৈরি করারও চেষ্টা চালাবে জোটটি। 

চুক্তির নথিতে বলা হয়েছে, ‘বিদেশি তথ্য ম্যানিপুলেশন হুমকি মোকাবিলায় একটি সম্মিলিত পদ্ধতি তৈরির সময় এসেছে, যা সমমনা দেশগুলোর স্থিতিশীলতা ও তথ্য ম্যানিপুলেশনের প্রতিক্রিয়া শক্তিশালী করার জন্য একটি প্রতিশ্রুতিবদ্ধ জোট তৈরি করবে। এ ছাড়া এটি গোপন বিদেশি গুজব বা ভুয়া তথ্য শনাক্ত করতে সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও যৌথ ডেটা বিশ্লেষণকেও এগিয়ে নেবে।’

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের