হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন সংকট: রাশিয়ার গ্যাসলাইন বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’ 

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জো বাইডেন ও ওলাফ স্কুলজ একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নর্ড স্ট্রিম-২ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মার্কিন প্রেসিডেন্ট এমন বক্তব্য দেন। কীভাবে তিনি এই গ্যাস পাইপলাইন বন্ধ করবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি। শুধু বলেছেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটি বন্ধ করতে সক্ষম হব।’ 

ইউক্রেন সংকট এড়াতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কোয় গেছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। অন্যদিকে মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। 

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে। গত রোববার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। 

গত কয়েক সপ্তাহ ধরে মস্কো বলছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্য হতে বাধা দিচ্ছে এবং সামরিক সংস্থাটি পূর্ব ইউরোপে তার সৈন্যসংখ্যা কমিয়েছে। ন্যাটো অবশ্য উভয় অভিযোগই অস্বীকার করেছে। উল্টো রাশিয়াকে পারমাণবিক অস্ত্র সীমিত করার পরামর্শ দিয়েছে ন্যাটো। অন্যদিক, মিনস্ক আন্তর্জাতিক শান্তিচুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার জন্যও ইউক্রেন সরকারকে অভিযুক্ত করেছে রাশিয়া। 

প্রসঙ্গত, নর্ড স্ট্রিম-২ নামের গ্যাস পাইপলাইনটি ১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। এটি তৈরি করতে সময় লেগেছে পাঁচ বছর এবং খরচ হয়েছে ১ হাজার ১০০ কোটি ডলার। এটি বাল্টিক সাগরের নিচে চলমান একটি জ্বালানি প্রকল্প। জার্মানিতে রাশিয়ার গ্যাস রপ্তানি দ্বিগুণ করার জন্য এই পাইপলাইন স্থাপন করা হয়েছিল। 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস