হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন সংকট: রাশিয়ার গ্যাসলাইন বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’ 

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জো বাইডেন ও ওলাফ স্কুলজ একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নর্ড স্ট্রিম-২ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মার্কিন প্রেসিডেন্ট এমন বক্তব্য দেন। কীভাবে তিনি এই গ্যাস পাইপলাইন বন্ধ করবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি। শুধু বলেছেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটি বন্ধ করতে সক্ষম হব।’ 

ইউক্রেন সংকট এড়াতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কোয় গেছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। অন্যদিকে মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। 

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে। গত রোববার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। 

গত কয়েক সপ্তাহ ধরে মস্কো বলছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্য হতে বাধা দিচ্ছে এবং সামরিক সংস্থাটি পূর্ব ইউরোপে তার সৈন্যসংখ্যা কমিয়েছে। ন্যাটো অবশ্য উভয় অভিযোগই অস্বীকার করেছে। উল্টো রাশিয়াকে পারমাণবিক অস্ত্র সীমিত করার পরামর্শ দিয়েছে ন্যাটো। অন্যদিক, মিনস্ক আন্তর্জাতিক শান্তিচুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার জন্যও ইউক্রেন সরকারকে অভিযুক্ত করেছে রাশিয়া। 

প্রসঙ্গত, নর্ড স্ট্রিম-২ নামের গ্যাস পাইপলাইনটি ১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। এটি তৈরি করতে সময় লেগেছে পাঁচ বছর এবং খরচ হয়েছে ১ হাজার ১০০ কোটি ডলার। এটি বাল্টিক সাগরের নিচে চলমান একটি জ্বালানি প্রকল্প। জার্মানিতে রাশিয়ার গ্যাস রপ্তানি দ্বিগুণ করার জন্য এই পাইপলাইন স্থাপন করা হয়েছিল। 

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম