তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এখনো বিশ্ব নেতাদের সঙ্গে এখনো কোনো কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে প্রেসিডেন্ট এখন পর্যন্ত কারও সঙ্গে আলোচনা করেননি।
সুলিভান জানিয়েছেন, মার্কিন সেনাদের অস্ত্র যেগুলো আফগান নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল তার একটি বড় অংশ জব্দ করেছে তালেবান যোদ্ধারা।
এ প্রসঙ্গে সুলিভান বলেন, আমাদের প্রতিরক্ষা সামগ্রী কোথায় আছে তা নিয়ে সম্পূর্ণ চিত্র আমাদের কাছে নেই। আমার মনে হচ্ছে তাঁরা আমাদেরকে সেগুলো ফেরত দেবে।