হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সত্য নাদেলার ছেলে মারা গেছেন

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলার ছেলে জাইন নাদেলা মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী জাইন জন্ম থেকেই সেরিব্রাল পালসি রোগে ভুগছিলেন। গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সত্য নাদেলা নিজেই একটি ই-মেইলের মাধ্যমে তাঁর সহকর্মীদের জানিয়েছেন যে জাইন নাদেলা মারা গেছেন। সত্য নাদেলা তাঁর পুত্রের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন সহকর্মীদের।

২০১৪ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর থেকে সত্য নাদেলা তাঁর প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীদের ব্যবহারোপযোগী পণ্য ডিজাইন করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি জাইনের কাছ থেকে এ ব্যাপারে অনেক কিছু শিখেছেন বলে উল্লেখ করেছেন।

সিয়াটল চিলড্রেন'স সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ব্রেন রিসার্চে ছেলের নামে ‘জাইন নাদেলা এনডাউড চেয়ার’ প্রতিষ্ঠা করেছেন সত্য নাদেলা। গত বছর সেখানে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের চিলড্রেনস হসপিটাল। এই হাসপাতালেই বেশির ভাগ সময় চিকিৎসা গ্রহণ করেছেন জাইন নাদেলা।

চিলড্রেনস হসপিটালের প্রধান নির্বাহী জেফ স্পেরিং তার বোর্ডের কাছে একটি বার্তায় লিখেছেন, অসাধারণ সংগীত প্রতিভা আর প্রাণখোলা হাসির জন্য জাইন চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি তাঁর পরিবার ও সবার জন্য যে অপরিমেয় আনন্দ দিয়েছেন তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস