হোম > বিশ্ব > পাকিস্তান

প্রথমবারের মতো পাকিস্তান সফরে বিল গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের গণমাধ্যম ডনে এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ আমন্ত্রণে বিল গেটস পাকিস্তান সফরে গেছেন। বিল গেটসের সম্মানে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করেন। 

এদিকে টুইটারে ইমরান খান ও বিল গেটসের বৈঠকের ছবি শেয়ার করেছেন সিনেটর ফয়সাল জাভেদ খান। টুইটার পোস্টে তিনি লিখেছেন, বিল গেটস পাকিস্তানের পোলিও নির্মূল পদক্ষেপ, কোভিড-১৯ নিয়ন্ত্রণে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) কর্মক্ষমতা এবং এহসাস প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন। 

ইমরান খান বলেন, ‘বিল গেটসের অনেক কৃতিত্ব রয়েছে। এ ছাড়া তিনি জনহিতকর কাজের জন্যও বিশ্বব্যাপী প্রশংসিত। পোলিও নির্মূল এবং দারিদ্র্য বিমোচনে তাঁর অপরিসীম অবদানের জন্য পাকিস্তান জাতির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই।’ 

আগের দিন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী এবং এনসিওসির প্রধান আসাদ উমর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. ফয়সাল সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন বিল গেটস। এক বিবৃতিতে এনসিওসি বলেছে, সকালে ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বিল গেটস। 

সফরকালে বিল গেটসকে এনসিওসির কর্মপদ্ধতি, কোভিড-১৯ শুরু হওয়ার পর এনসিওসির ভূমিকা ও অর্জন, পাকিস্তানে করোনা ভাইরাসের পরিস্থিতি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে ফোরামের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়েছে। 

এদিকে রেডিও পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদের একটি অনুষ্ঠানে বিল গেটসকে দারিদ্র্যবিমোচন ও স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিলাল-ই-পাকিস্তান’ পুরস্কার প্রদান করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। 

বিল গেটস এই সফরে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের পোলিও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তার প্রশংসা করেন ইমরান। বিল গেটসও পাকিস্তানের পোলিও নির্মূলে অগ্রগতির প্রশংসা করেন এবং পাকিস্তানের পোলিও কর্মসূচিতে তাঁর ফাউন্ডেশনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া