হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভারত থেকে আনা গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরব আমিরাতের 

ভারত থেকে আনা গম রপ্তানি এবং পুনঃ রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি চার মাসের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে আনা ভারতীয় গম বা গমের আটা রপ্তানি করা যাবে না। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৈশ্বিক খাদ্যশস্য বাজারের প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় একই সঙ্গে জানিয়েছে, আরব আমিরাতের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ভারত গম রপ্তানির অনুমোদন দিয়েছে।

এর আগে, চলতি বছরের ১৪ মে থেকে ভারত গম রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। তবে সেই সময় বলা হয়েছিল—যারা এরই মধ্যে এলসি খুলে ফেলেছিল তারা গম রপ্তানি করতে পারবে। তারপর থেকে ভারত ৪ লাখ ৬৯ হাজার ২০২ টন গম রপ্তানি করেছে।

আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান আরব আমিরাতে গত ১৩ মের আগে আনা ভারতীয় গম রপ্তানি করতে চায় তবে তার জন্য আগে মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন জানাতে হবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত এর আগে আগামী ৫ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে নিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দেশ দুটি পরস্পরের পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে।

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার