হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভারত থেকে আনা গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরব আমিরাতের 

ভারত থেকে আনা গম রপ্তানি এবং পুনঃ রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি চার মাসের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে আনা ভারতীয় গম বা গমের আটা রপ্তানি করা যাবে না। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৈশ্বিক খাদ্যশস্য বাজারের প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় একই সঙ্গে জানিয়েছে, আরব আমিরাতের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ভারত গম রপ্তানির অনুমোদন দিয়েছে।

এর আগে, চলতি বছরের ১৪ মে থেকে ভারত গম রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। তবে সেই সময় বলা হয়েছিল—যারা এরই মধ্যে এলসি খুলে ফেলেছিল তারা গম রপ্তানি করতে পারবে। তারপর থেকে ভারত ৪ লাখ ৬৯ হাজার ২০২ টন গম রপ্তানি করেছে।

আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান আরব আমিরাতে গত ১৩ মের আগে আনা ভারতীয় গম রপ্তানি করতে চায় তবে তার জন্য আগে মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন জানাতে হবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত এর আগে আগামী ৫ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে নিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দেশ দুটি পরস্পরের পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার