হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় নির্বিচারে শিশু হত্যা করছে ইসরায়েল, ১৭ দিনে নিহত ২০০০ 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার লড়াই ১৮তম দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় বিপুল পরিমাণ মানুষ নিহত হয়েছে। সংখ্যার বিচারে তা ছাড়িয়ে গেছে সাড়ে ৫ হাজার। এর মধ্যে প্রায় অর্ধেকই শিশু। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে নির্বিচারে শিশু হত্যা করা হচ্ছে। বিগত ১৭ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। 

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে। 

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে ইসরায়েলি বিমানবাহিনী অনবরত অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু। 

এই অবস্থায় আন্তর্জাতিক সংগঠনগুলো গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েল সেই আহ্বান থোড়াই কেয়ার করে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েই যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ঘোষণা দিয়েছেন, আগামী দিনে গাজায় বিমান হামলার পাশাপাশি বহুমুখী হামলা চালানো হবে। ইসরায়েলি অবরোধ ও হামলায় আক্ষরিক অর্থেই স্থবির হয়ে পড়েছে গাজা স্বাস্থ্যব্যবস্থা। ফুরিয়ে গেছে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। 

সেভ দ্য চিলড্রেন গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজায় অন্তত ১০ লাখের বেশি শিশু স্রেফ ‘ফাঁদে’ পড়ে গেছে; যাদের যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই, বিদ্যুৎ নেই, স্বাস্থ্যসেবা নেই, কিচ্ছু নেই। আছে কেবল মুহুর্মুহু বোমা বিস্ফোরণের আওয়াজ।

ইসরায়েলি বোমা হামলায় বিপুল পরিমাণ শিশুর প্রাণ কেড়ে নিয়েছে বলে উঠে এসেছে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে। আন্তর্জাতিক এই সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগত ১৭ দিনের যুদ্ধে গাজায় অন্তত ২ হাজার শিশুকে হত্যা করা হয়েছে। আরও ২৭ জন শিশুকে হত্যা করা হয়েছে পশ্চিম তীরে।’ 

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়, ‘আমার সংশ্লিষ্ট সব পক্ষকে শিশুদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই প্রচেষ্টার অংশীদার হয়ে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বিমান হামলা গাজায় নির্বিচারে শিশু হত্যা করছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪