হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি রক্তের প্রতিটি ফোঁটা ইসরায়েলকে পতনের কাছে নিয়ে আসছে: রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অধিকৃত গাজায় নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা করে ইসরায়েল শুধু নিজের মৃত্যুকেই ডেকে আনছে। 

তিনি বলেন, ‘ফিলিস্তিনি রক্তের প্রতিটি ফোঁটা এই ইহুদিবাদীদের পতনের কাছাকাছি নিয়ে আসছে এবং এই ইহুদিবাদী শাসকেরা এই সব নৃশংসতার মাধ্যমে তাদের পরাজয়ের ক্ষতিপূরণ দিতে পারবে না।’

প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার ইরানের রাজধানী তেহরানে একটি বিপুল জনসমাগমে দেওয়া ভাষণে রাইসি এসব কথা বলেন।

রাইসি মত দেন—নারী ও শিশুদের হত্যা এবং হাসপাতালে আক্রমণ করার মতো বিষয়গুলো ইহুদিবাদী শাসনের সমাপ্তিকে চিহ্নিত করছে।

ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন—একটি সামরিক পরাজয়ের পাশাপাশি ইসরায়েলিরা সম্প্রতি প্রতিরোধ যোদ্ধাদের (হামাস) হাতে ‘নিরাপত্তা ও বুদ্ধিমত্তার বিপত্তি’ ভোগ করেছে।

এ সময় ইসরায়েলি সরকার এবং তার প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক অসন্তোষের কথাও উচ্চারণ করেন রাইসি। সমালোচনা করেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশগুলোর। তিনি মনে করেন—বিভিন্ন দেশ এবং সংস্থা শুধু বিবৃতি দিয়েই ইসরায়েলি অপরাধের নিন্দা জানাচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘নিন্দা করাই কি যথেষ্ট? জাতি (মুসলিম) কি শুধু নিন্দায় সন্তুষ্ট? ক্ষোভ প্রকাশ করা কি যথেষ্ট? তাই আজ মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপের অপেক্ষায় আছে।’

মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি সরকারকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় ও অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার