হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি রক্তের প্রতিটি ফোঁটা ইসরায়েলকে পতনের কাছে নিয়ে আসছে: রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অধিকৃত গাজায় নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা করে ইসরায়েল শুধু নিজের মৃত্যুকেই ডেকে আনছে। 

তিনি বলেন, ‘ফিলিস্তিনি রক্তের প্রতিটি ফোঁটা এই ইহুদিবাদীদের পতনের কাছাকাছি নিয়ে আসছে এবং এই ইহুদিবাদী শাসকেরা এই সব নৃশংসতার মাধ্যমে তাদের পরাজয়ের ক্ষতিপূরণ দিতে পারবে না।’

প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার ইরানের রাজধানী তেহরানে একটি বিপুল জনসমাগমে দেওয়া ভাষণে রাইসি এসব কথা বলেন।

রাইসি মত দেন—নারী ও শিশুদের হত্যা এবং হাসপাতালে আক্রমণ করার মতো বিষয়গুলো ইহুদিবাদী শাসনের সমাপ্তিকে চিহ্নিত করছে।

ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন—একটি সামরিক পরাজয়ের পাশাপাশি ইসরায়েলিরা সম্প্রতি প্রতিরোধ যোদ্ধাদের (হামাস) হাতে ‘নিরাপত্তা ও বুদ্ধিমত্তার বিপত্তি’ ভোগ করেছে।

এ সময় ইসরায়েলি সরকার এবং তার প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক অসন্তোষের কথাও উচ্চারণ করেন রাইসি। সমালোচনা করেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশগুলোর। তিনি মনে করেন—বিভিন্ন দেশ এবং সংস্থা শুধু বিবৃতি দিয়েই ইসরায়েলি অপরাধের নিন্দা জানাচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘নিন্দা করাই কি যথেষ্ট? জাতি (মুসলিম) কি শুধু নিন্দায় সন্তুষ্ট? ক্ষোভ প্রকাশ করা কি যথেষ্ট? তাই আজ মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপের অপেক্ষায় আছে।’

মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি সরকারকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় ও অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি