হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ধ্বংসস্তূপে ঈদের নামাজ পড়ল গাজাবাসী, এল নতুন হামলার হুঁশিয়ারিও

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: স্কাই নিউজ

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দারা ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সূচনা হলো চরম অনিশ্চয়তা ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাঁরা ঈদুল আজহার নামাজ আদায় করেছে। গাজার বেশির ভাগ অঞ্চলই ধ্বংস হয়ে গেছে এবং অনেকে খোলা জায়গায় শুয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

আজ শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক ‘স্কাই নিউজ’ জানিয়েছে, গাজার পুরুষ ও শিশুরা মিলে ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝে ঈদের প্রার্থনায় অংশ নেয়। তবে ঈদের দিনটিতেও সেখানে খাবার ও নিরাপত্তার তীব্র সংকট চলছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নামাজ শেষে কামেল এমরান বলেছেন, ‘এটা ফিলিস্তিনি জনগণের জীবনে সবচেয়ে ভয়াবহ ঈদ। এই অন্যায় যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে—খাবার নেই, ময়দা নেই, মাথার ওপর ছাদ নেই, মসজিদ নেই, ঘর নেই, এমনকি বিছানাও নেই। অবস্থা ভয়াবহ কঠিন।’

এদিকে ইসরায়েল নতুন করে জানিয়ে দিয়েছে, তারা শিগগিরই উত্তর গাজায় আরও তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এর আগে তারা অভিযোগ করেছিল, ওই অঞ্চল থেকেই ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে।

গত দুই মাসের বেশি সময় ধরে গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশে বাধা ছিল। সাম্প্রতিক সময়ে কিছু সহায়তা ঢুকতে পারলেও জাতিসংঘ জানিয়েছে, লুটপাট ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে তারা এসব সঠিকভাবে বিতরণ করতে পারছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে এক ভয়াবহ হামলার পর থেকেই এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং আনুমানিক ২৫০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া গাজার ৯০ শতাংশ মানুষই এখন বাস্তুচ্যুত।

উল্লেখ্য, ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের দশম দিনে হজের সময়কালেই ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই নিয়ে দ্বিতীয় বছরের মতো গাজার মুসলমানেরা সৌদি আরবে গিয়ে হজ পালন করতে পারেননি।

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি