হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমানে লকডাউনে কাটবে ঈদুল আজহা


চলমান করোনা মহামারি পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে ওমান। করোনার নতুন ধরন যেন ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক দেশটি। করোনার সংক্রমণ রোধে আগামী ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। ফলে ওমানে এবার ঈদুল আজহা লকডাউনেই কাটবে।

টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন চলাকালীন বিকেল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, মানুষ এবং যান চলাচল বন্ধ থাকবে। তবে ঈদুল আজহার তিন দিন সারা দিনের জন্য সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, মানুষ এবং যান চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

লকডাউনে ঈদুল আজহার নামাজ, কোরবানির পশুর হাট এবং সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান, ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সম্মিলিত উৎসবও এর আওতাভুক্ত থাকবে।

তবে করোনা নিয়ন্ত্রণে থাকায় মুসান্দাম গভর্নরেটে বাণিজ্যিক কার্যক্রম, মানুষের চলাচল এবং গাড়ি চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর ওমানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৮৮ জন আর মোট মারা গেছেন ৩ হাজার ৩৭১ জন।

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক