হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বুধবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন নিহত হন। নিহতরা হলেন, ৭২ বছর বয়সী আদনান সাবি’ বারা, ২৫ বছরের মোহাম্মদ খালেদ আনবৌসি ও ৩৩ বছর বয়সী তামির মিনাউয়ি। আর আহত ৩৬ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আহতদের অধিকাংশই গোলার আঘাতের শিকার। 

স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ এই অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রথমে শহরে প্রবেশের ফটকগুলো বন্ধ করে দেয়। এর পর এক ফিলিস্তিনি যোদ্ধার বাড়ির এলাকা ঘিরে হামলা চালায় সেনারা। তবে ওই যোদ্ধার ভাগ্যে ঠিক কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

পশ্চিম তীরে হতাহতের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা নাবলুসে অভিযানে অংশ নিয়েছে। তবে হতাহতের বিষয়ে কিছু বলতে রাজি হয়নি তারা। 

চলতি বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১২ শিশু রয়েছে। এসব অভিযানে ফিলিস্তিনি যোদ্ধা ছাড়াও বেসামরিক নাগরিকেরা নিহত হয়েছেন। 

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার