হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে ফরাসি যুদ্ধজাহাজ

লোহিত সাগরে ইয়েমেন উপকূল থেকে আসা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ফরাসি যুদ্ধজাহাজ ল্যাঙ্গুডক। গতকাল রোববার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ড্রোনই ভূপাতিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বহুমুখী রণতরী ল্যাঙ্গুডক ফরাসি স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রথম ড্রোনটি আটক ও ধ্বংস করে। দ্বিতীয় ড্রোনটি রাত ১১টা ৩০ মিনিটের দিকে ইয়েমেন উপকূল থেকে ১১০ কিলোমিটার (৭০ মাইল) দূরে আল হুদায়দাহের কাছে ধ্বংস করা হয়। 

তবে সংক্ষিপ্ত এ বিবৃতিতে গত শনিবার রাতে ফরাসি রণতরী ল্যাঙ্গুডকের দিকে কারা এ ড্রোনগুলো নিক্ষেপ করেছে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। 

এর আগে গত শনিবার ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা জাতীয়তা নির্বিশেষে লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী সব জাহাজকেই লক্ষ্যবস্তু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। হুতিরা ইসরায়েলের কট্টর বিরোধী। গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালানোর পর থেকেই গাজার প্রতি সমর্থন জানাতে সমুদ্রপথে বিদেশি জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হুতিরা। 

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ড্রোনগুলো সরাসরি ইয়েমেন থেকে দুই ঘণ্টার দূরত্বে থাকা ল্যাঙ্গুডককে লক্ষ্য করে আসছিল। তবে ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য ল্যাঙ্গুডক কী ধরনের অস্ত্র ব্যবহার করেছিল তা নিয়ে কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। রণতরীটি লোহিত সাগরে ফরাসি নৌ অভিযানে রয়েছে।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি