হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত

দামেস্কের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার তিন সেনা নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার গোলানের দিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে তিনজন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও সাতজন আহত হয়েছেন। সিরিয়ার বিমানবাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। 

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, আরও তিনজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১০। 

সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দা কেন্দ্র ও একটি উচ্চপদস্থ কর্মকর্তার কার্যালয়কে লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর। এ ছাড়া মেজেহ সামরিক বিমানবন্দরের কাছে একটি গাড়িতেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলি বাহিনী একটি ইরানি অস্ত্রের ডিপোও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর। 

 ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল তার প্রতিবেশী দেশের সরকারি সেনাদের পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলার কথা বরাবরই অস্বীকার করেছে ইসরায়েল। 

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের চিরশত্রু ইরানকে তার দোরগোড়ায় পা রাখা ঠেকাতে এই হামলার প্রয়োজন আছে। 

গত মাসে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলার কারণে এর রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কয়েক সপ্তাহ রানওয়েটি ব্যবহার করা যায়নি।

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার