হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাঁচ মাসে হিজবুল্লাহর ৪৫০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

লেবানন ও সিরিয়ায় প্রায় ৪ হাজার ৫০০ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত পাঁচ মাসে এ গোষ্ঠীটির প্রায় ৩০০ যোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছে ৭৫০ জনেরও অধিক যোদ্ধা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানায়। 

বিবৃতিতে বলা হয়, গত পাঁচ মাসে বিমান ও স্থল হামলা চালিয়ে অস্ত্রের মজুদাগার, হিজবুল্লাহর আক্রমণাত্মক তৎপরতা চালানোর জন্য সামরিক কাঠামো ও অপারেশনাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত হানা হয়েছে।

ইসরায়েলি বাহিনী বলছে, এসব হামলায় নিহতদের মধ্যে হিজবুল্লাহর পাঁচজন জ্যেষ্ঠ কমান্ডার এবং ইসরায়েলকে লক্ষ্য করে রকেট বা অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র পরিচালনাকারী বেশ কয়েকজন সশস্ত্র সদস্য রয়েছেন।

ইসরায়েলের উত্তরাঞ্চলে বেসামরিক নাগরিক ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর ইরান সমর্থিত হিজবুল্লাহর হামলার জবাবে এসব হামলা চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 
 
সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র গতকাল মঙ্গলবার সকালে পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় একজন নিহতের খবর প্রকাশ করার পরই এই বিবৃতি দেওয়া হয়। 

সিরিয়ায় হিজবুল্লাহর দুটি সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলার দাবি করে ইসরায়েল সেনাবাহিনী বলছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা হয়। সিরিয়ার ফ্রন্টে হিজবুল্লাহর অনুপ্রবেশ ঠেকাতে যে কোনো পদক্ষেপ নেব।

গত অক্টোবরে ইসরায়েল–হামাস যুদ্ধ শুরু হওয়ার পরদিন থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে হামাসের মিত্র হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় প্রতিদিনই গোলাগুলি চলছে। তবে সম্প্রতি লেবাননের আরও উত্তরে হিজবুল্লাহর অবস্থানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল। 

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে অন্তত ৩১৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া ৫৪ জন বেসামরিক নাগরিকও আছেন। ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত নিহত হয়েছেন অন্তত ২৩৩ হিজবুল্লাহ যোদ্ধা। তাঁদের বেশিরভাগই লেবাননে এবং প্রতিবেশী দেশ সিরিয়ায় ১৬ জনের মৃত্যু হয়েছে। 

সীমান্তে এ সংঘাতের কারণে দুই পাশেরই লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি