হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সরকারবিরোধী বিক্ষোভ: ইরানে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে চলমান হিজাববিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। আজ সোমবার জনসমক্ষে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় বার্তা সংস্থা মিজান নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজাববিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এর আগে গত বৃহস্পতিবার মোহসেন শেকারি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। তিনিও নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে ছুরিকাঘাতে হত্যা ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। 

মোহসেন শেকারির মৃত্যুদণ্ড কার্যকর করায় ইরানের ব্যাপক নিন্দা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে বলেছে, শেকারিকে ব্যাপক নির্যাতন করা হয়েছে এবং দোষ স্বীকার করতে বাধ্য করা হয়েছে। 

এদিকে আজ সোমবার যাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাঁর নাম মজিদ রেজা রাহনাভার্ড। বার্তা সংস্থা মিজান বলেছে, মজিদ রেজা রাহনাভার্ডকে আজ সকালে শিয়া শহরের মাশাহদে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যা এবং ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরান সরকার অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায়। এর মাধ্যমে চলমান বিক্ষোভকারীদের ভয় দেখাতে চায় সরকার। এসব বিচার মূলত প্রহসনের বিচার। 

গত ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছিল ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনির। সঠিকভাবে হিজাব না পরায় তাঁকে গ্রেপ্তার করেছিল তেহরানের নীতি পুলিশ। মাসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে হিজাববিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় তিন মাস পেরিয়ে গেলেও বিক্ষোভ এখনো থামেনি। 

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র