হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘মৃত্যুর গন্ধে’ ভরা বিধ্বস্ত খান ইউনিসে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা

দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এই সুযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া, মাটির সঙ্গে মিশে যাওয়া নিজ বসতভিটায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে, এখনো তাদের মনে ভয়। মনে করছেন, মৃত্যু এখনো তাদের তাড়া করছে। বিধ্বস্ত অঞ্চলটি যেন, মৃত্যুর গন্ধে ভারী হয়ে আছে। 

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার থেকেই খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল। খবর পেয়ে সেদিনই রাফাহ থেকে নিজ বসতভিটায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। 

রোববার খান ইউনিসে ফিরেছেন চার সন্তানের জননী মাহা দায়ের। তিনি বলেন, ‘চারদিকে যেন মৃত্যুর গন্ধ ঝুলে আছে। আমাদের শহর আর শহর নেই, স্রেফ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আক্ষরিক অর্থেই আর কোনো কিছু অবশিষ্ট নেই।’ ৩৮ বছরের এই নারী আক্ষেপ করে বলেন, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় আমি অঝোরে কেঁদেছি।’ 
 
ইসরায়েলি হামলায় মাহা দায়েরের বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। তিনি বলেন, ‘সবগুলো রাস্তাই বুলডোজার দিয়ে চষে ফেলা হয়েছে। এবং চারদিকের যে গন্ধ...আমি দেখেছি লোকজন বিভিন্ন জায়গায় খুঁড়ে খুঁড়ে মানুষের মরদেহ বের করে আনছে।’ 

খান ইউনিস ও এর আশপাশের এলাকায় প্রায় ৪ লাখ ফিলিস্তিনি বসবাস করতেন। গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে একে একে সবাই অঞ্চলটি ছেড়ে রাফাহের দিকে চলে যায়। শূন্য খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলা ও স্থল অভিযানে পুরো এলাকার আবাসন ব্যবস্থা স্রেফ ধুলোয় পরিণত হয়েছে। 

এদিকে, দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও রাফাহে অভিযান চালানোর বিষয়ে বদ্ধপরিকর। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, আইডিএফ রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ভাবছে। তবে কবে নাগাদ এই অভিযান পরিচালনা করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। 

এক বিবৃতিতে গ্যালান্ত বলেছেন, ‘আমাদের বাহিনী পরবর্তী মিশনের জন্য প্রত্যাহার করা হয়েছে এবং তারা পরবর্তী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।’ এ সময় ইসরায়েলি সেনাদের অভিযান দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আল-শিফা হাসপাতালের অভিযানে তাদের দক্ষতার উদাহরণ দেখেছি যা রাফাহে তাদের আসন্ন মিশনের জন্য উদাহরণ হয়ে থাকবে।’

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি