হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নীতি পুলিশের ওপর নিষেধাজ্ঞা দিল ইইউ

ইরানের নীতি পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু এবং তার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ দমনে কঠোর পন্থা অবলম্বন করায় আরও কয়েকটি নিরাপত্তা সংস্থা, একজন মন্ত্রীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইউরোপীয় ইউনিয়ন বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া এবং কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের রেভোলিউশনারি গার্ডসের সাইবার ডিভিশনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। সব মিলিয়ে ইরানের বিভিন্ন সংস্থার ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। 

গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ। সে সময় ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা বিক্ষোভ দমনে তাজা গুলি ব্যবহার করছে। তবে তাজা গুলি ব্যবহারের বিষয়টি অস্বীকার করে ইরান। পাশাপাশি বিক্ষোভের ঘটনাকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রু দেশের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে। ইইউ সে সময় ইরানকে আইনশৃঙ্খলা বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে তা উপযুক্ত নয়। 

তবে ইরানের বিভাগ জানিয়েছিল, মারধর নয় আগের অসুস্থতার কারণেই মাশা আমিনির মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির ফরেনসিক অর্গানাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘মাশা আমিনির মৃত্যু তাঁর মাথায় কিংবা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুরুতর আঘাতের কারণে হয়নি।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু ৮ বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমার অপসারণে করা একটি সার্জারির সঙ্গে যুক্ত।’ 

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪