হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

১২ ফিলিস্তিনিকে হত্যার পর জেনিন ক্যাম্প থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার 

ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্প থেকে ইসরায়েল সেনা বহর সরিয়ে নেওয়া শুরু করেছে। দুই দিন ধরে চলা এই সংঘাতে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে।

এই সংবাদ আসার পরও জেনিন ক্যাম্পে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে পাঁচটি মিসাইল হামলা হয়েছে। তবে কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।

জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরেক ফিলিস্তিনি নিহতের খবর জানান। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতদের ১২তম ফিলিস্তিনি তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থীশিবিরে ফিলিস্তিনিদের দেওয়া আগুনে এক নন-কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। এর আগে তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতের ঘটনাকে জেনিনে ইসরায়েলে আগ্রাসনের সাহসী প্রতিক্রিয়া বলে জানায় হামাস।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব শহরের একটি ব্যস্ত শপিং রাস্তায় সাতজন আহত হয়েছে এবং হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি। তিনি একজন বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি কেউ মনে করে এ ধরনের হামলা আমাদের পিছপা করবে, তা ভুল। ইসরায়েলি বাহিনী জেনিনে ‘মিশন সম্পূর্ণ করছে’, তবে এটিই শেষ নয়।’ 

এর আগে গত সোমবার সকালে ইসরায়েল ফিলিস্তিনের জেনিন শরণার্থীশিবিরে আগ্রাসন শুরু করে।

আরও পড়ুন:

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার