হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সোলাইমানির স্মরণ অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের মূল হোতা এক তাজিক

৩ জানুয়ারি ইরানে দেশটির সাবেক জেনারেল কাসেম সোলাইমানির স্মরণ অনুষ্ঠানে দুটি বোমার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের পরদিন এই হামলার দায় স্বীকার করে দীর্ঘ বিরতির পর নিজেদের অস্তিত্ব জানান দেয় ইসলামিক স্টেট (আইএস)। আজ বৃহস্পতিবার ওই বোমা হামলার মূল হোতাকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সোলাইমানির স্মরণ অনুষ্ঠানে বিস্ফোরণের জন্য যাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তিনি একটি বোমা তৈরি চক্রের নেতৃত্ব দেন।

ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালে ইরাকে অবস্থান করার সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। ৩ জানুয়ারি ছিল তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নিজের শহর কেরমানে অবস্থিত সোলাইমানির সমাধি এলাকায় হাজারো মানুষের সমাগম হয়। এই সমাগমকেই লক্ষ্যবস্তু করেন দুই আত্মঘাতী। প্রথম বোমাটি বিস্ফোরণ ঘটানোর পর এতে আহত ব্যক্তিদের উদ্ধার করার জন্য যখন সবাই ব্যস্ত ঠিক তখনই দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ওই বিস্ফোরণের ঘটনায় যাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তিনি তাজিকিস্তানের নাগরিক আলিয়াস আবদোল্লাহ তাজিকি। গত ডিসেম্বরের মাঝামাঝিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে তিনি ইরানে প্রবেশ করেন। পরে হামলার জন্য বোমাগুলো তৈরি করে বিস্ফোরণের দুই দিন আগেই তিনি ইরান ত্যাগ করেন।

দুই আত্মঘাতী বোমা হামলাকারীর মধ্যেও একজনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে আইআরএনএ। ওই হামলাকারীর বিষয়ে বলা হয়েছে, ২৪ বছর বয়সী ওই যুবকের তাজিকিস্তান ও ইসরায়েলের নাগরিকত্ব রয়েছে। আফগানিস্তানে আইএস জঙ্গিদের কাছে কয়েক মাস প্রশিক্ষণের পর ওই যুবকও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করছিল।

কর্তৃপক্ষ এবার দ্বিতীয় বোমা হামলাকারীর পরিচয় বের করার চেষ্টা করছে। যদিও হামলার দায় স্বীকার করতে গিয়ে আইএস ইতিপূর্বে দুই হামলাকারীর নাম প্রকাশ করেছিল। আইএসের তথ্য অনুযায়ী, তাঁদের একজনের নাম ওমর আল-মোবাহেদ এবং অন্যজন সেইফ-আল্লাহ আল-মুজাহেদ।

বিস্ফোরণের ঘটনায় ইরানি কর্তৃপক্ষ বিভিন্ন রাজ্য থেকে এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা