হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের পতাকা অবমাননার অভিযোগে ৪ বাংলাদেশি গ্রেপ্তার 

সৌদি আরবের পতাকাকে অবমাননার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

পুলিশের একজন কর্মকর্তা জানান, সৌদি পতাকা সংরক্ষণ করা ও যে কোনো উপায়ে এর অবমাননা এড়ানো প্রয়োজন। 

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে তিনি বলেন, যে কেউ এই পতাকা অমান্য করলে তাঁকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির পতাকা অবমাননা করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এরপর ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। 

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি একটি আবর্জনার স্তূপ থেকে পতাকাটি ওঠাচ্ছেন। অভিযুক্তরা পতাকাটি ওই আবর্জনা স্তূপে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। পতাকাটিকে ওঠানোর পর ওই ব্যক্তিকে সেটি পরিষ্কার করতে দেখা যায়। 

উল্লেখ্য, সৌদি আরবের পতাকায় কলেমা ও একটি তরবারি প্রদর্শিত হয়েছে। সৌদি আরবের এই জাতীয় পতাকা ১৯৭৩ সালের মার্চ ১৫ হতে ব্যবহার করা হচ্ছে। 

এর আগে সৌদি আরব সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৩ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র