হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রবল ঝড়ে ভেঙে পড়ল বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার

সৌদি আরবে প্রবল ঝোড়ো বৃষ্টিতে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার ভেঙে পড়েছে। গত রোববার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ হাফর আল-বাতিনে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে সৃষ্ট ঝড়ের কারণে নিমেষেই স্থানীয় পরিস্থিতি বদলে যায়। বিপুল পরিমাণ ধুলো উড়তে থাকে আশপাশে। ফলে দৃষ্টিসীমাও কমে যায়। অবশ্য খানিক পরেই বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টি ও ঝড়ের শুরুর দিকেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ার ভেঙে পড়ে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ অন্যান্য প্ল্যাটফরমে টাওয়ারটি ভেঙে পড়ার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিও থেকে দেখা যাচ্ছে, তীব্র ধুলোঝড়ের মাঝেই টাওয়ারটি ভেঙে পড়ছে। সৌদি আরবের বিদ্যুৎ বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে টাওয়ারটি ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করে দ্য সৌদি ইলেকট্রিক কোম্পানি জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় হাফর আল-বাতিন ও এর আশপাশের এলাকায় গুরুতর আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়। 

সৌদি ইলেকট্রিক কোম্পানি আরও জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে বিদ্যুৎ পুনঃসংযোগ করতে একটি রক্ষণাবেক্ষণ দল পাঠিয়েছে। সৌদি আরবের আবহাওয়া প্রতিবেদনগুলো বলছে, হাফর আল-বাতিনে অস্থিতিশীল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে এই অঞ্চলে ঘনঘন বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ