হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইসরায়েল জানে, ইরানের নেতারা কোথায় আছেন’

আজকের পত্রিকা ডেস্ক­

হামলার পর তেহরানে বিধ্বস্ত একটি স্থান পরিষ্কার করছেন ফায়ার সার্ভিসের র্মীরা। ছবি: আল-জাজিরা

কয়েক দিন ধরে ইসরায়েল ইরানে হামলা করতে পারে—এমন আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তা-ই ঘটল। আজ শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় ইরানের ছয়জন পরমাণুবিজ্ঞানী তো বটেই, সেনাপ্রধানসহ দেশটির শীর্ষ তিন সামরিক কর্তাও নিহত হয়েছেন। হামলা করা হয়েছে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায়ও। ইসরায়েলের এমন সংগঠিত হামলা ও নির্ভুল নিশানাকে দেশটির গোয়েন্দা সক্ষমতার প্রদর্শন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

দোহার গ্র্যাজুয়েট স্টাডিজ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম মনে করেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলাটি শুধু সামরিক শক্তির নয়, বরং দেশটির গোয়েন্দা সংস্থার সক্ষমতার একটি স্পষ্ট প্রদর্শন।

দোহার আল জাজিরা স্টুডিও থেকে সেলুম বলেন, ইসরায়েল ইতিমধ্যে তেহরানকে পরিষ্কার বার্তা পাঠিয়ে দিয়েছে, তারা জানে ইরানের নেতারা কোথায় আছেন, তাঁরা কারা। ইসরায়েলের কাছে সঠিক গোয়েন্দা তথ্য রয়েছে এবং তাদের হাতে রয়েছে ইরানের ভেতরে পৌঁছানোর প্রযুক্তিগত সামর্থ্য।

সেলুম জানান, ২০০৬ সালের পর থেকে ইসরায়েল ইরানের ভেতরে মানব গোয়েন্দা উৎস তৈরি ও প্রযুক্তিগত গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দিয়েছে। তবে এই সফলতা তারা এককভাবে অর্জন করেনি; ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না।

সেলুম বলেন, ‘এখানে ব্যবহৃত অস্ত্রের ধরন গুরুত্বপূর্ণ নয়—প্রধান বিষয় হলো, ইসরায়েল ইরানের ভেতরে যেভাবে গোয়েন্দা সফলতা অর্জন করেছে, সেটাই সত্যিকার তাৎপর্যের জায়গা।’

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র