হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাইয়ে ৪৮ কোটি টাকার লটারি জিতলেন শামসু

‘এই জয়ে আমি খুবই আনন্দিত। আমার দুই বন্ধু আমার সঙ্গে ইতিমধ্যে উদ্‌যাপন শুরু করেছেন।’ এই কথাগুলো বলছিলেন লটারি জেতা শামসু মিয়া। আসলে কত বড় লটারি তিনি জিতেছেন, সেটা জানলে অনেকের চক্ষু চড়কগাছ হবে। শামসু মিয়া জিতেছেন বাংলাদেশি ৪৮ কোটি ৭৮ লাখ টাকা। বাংলাদেশি এই প্রবাসী লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ১৮ বছর ধরে থাকেন শামসু মিয়া। জিতেছেন দেড় কোটি দিরহাম। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশি ওই প্রবাসী শামসু মিয়া আমিরাতের আল-আইন শহরের বাসিন্দা। তাঁর কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামসু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। তিনি বলেন, ‘এই পুরস্কার আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেব। প্রথমে আমি আমার ভিসা রিনিউ করে নেব। এরপর ভেবে দেখব, লটারির অর্থ দিয়ে কী করব।’

শামসু ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন। বাকিদের মধ্যে একজন রাশিয়ার নাগরিক। এ ছাড়া সবাই ভারতের নাগরিক।

এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজকের বিজয়ীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে শামসু মিয়ার টিকিটের নম্বরটি।

এদিকে এরই মধ্যে আগামী মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। 

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, ‘হলুদ রেখা’ পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ

১ মার্কিন ডলার সমান ১৪ লাখ ইরানি রিয়াল!

ফিলিস্তিনে জাতিগত নিধনের লক্ষ্যেই ‘খুনি’ সেটলারদের সহায়তা নেতানিয়াহু সরকারের: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী