হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলের বোমা হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। গাজায় হামলা চালানোর কারণ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ওড়ানোর জবাবে এ হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী বিবৃতিতে জানিয়েছে, খান ইউনুস শহরে হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রকেট ছোড়ার স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সোমবার (২৩ আগস্ট) আগ্নেয় বেলুনের ওড়ানোর কারণে গাজা সীমান্তবর্তী মাঠে আগুন ধরেছে। ফিলিস্তিনিদের দাবি, গাজায় আরোপিত অবরোধ শিথিলের জন্য চাপ প্রয়োগ করতেই আগ্নেয় বেলুন ওড়ানো হয়। 

এর আগে গত শনিবার (২১ আগস্ট) ৫২ বছর আগে আল-আকসা মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। সেই বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ আহত হয় ৪১ জন। আহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। বিক্ষোভে গুলি চালানোর কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। 

আল জাজিরার ইউমনা আল-সাঈদ বলেন, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু রয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।   

উল্লেখ্য, গত মাসে ইসরায়েল-হামাসের ১১ দিনের সংঘাতে প্রাণ হারিয়েছিলেন ২৬০ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৭ জন শিশু ছিল। এছাড়াও সে সময় নিহত হয় ১৩ ইসরায়েলি। ২১ মে ঘোষণা আসে যুদ্ধ বিরতির। 

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি