হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সেলুনে ট্যাটু, শেভিং রেজর ব্যবহার নিয়ে সৌদি আরবে আইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মিউনিসিপালিটি ও হাউজিং মন্ত্রণালয় নতুন স্বাস্থ্যবিধি সংক্রান্ত নতুন আইন চালু করেছে। এই আইনের আওতায় ট্যানিং বেড (আলোকরশ্মি ব্যবহার করে শরীরের রং পরিবর্তন) ও ট্যাটু করা নিষিদ্ধ করা হয়েছে। আইনটি ১৮০ দিনের মধ্যে কার্যকর হবে।

আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আইন মূলত সেলুনে জনস্বাস্থ্য নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে। এর আওতায় সেলুনগুলোতে জীবাণুমুক্তকরণ যন্ত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া, সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমোদিত প্রসাধনী ও পণ্যই শুধু সেলুনে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিবর্তনগুলো সৌদি আরব পুরুষদের গ্রুমিং সেবা খাত আধুনিকায়ন ও বিনিয়োগবান্ধব করার অংশ হিসেবে বিবেচনা করছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা সেবার মান উন্নত করতে ও এ খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছি।’

আরও কিছু স্বাস্থ্যবিধি অনুযায়ী কর্মীদের আচরণেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেমন সেবা দেওয়ার সময় নাক বা মুখ স্পর্শ করা নিষিদ্ধ ও অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে কাজ থেকে বিরত থাকতে হবে।

স্বাস্থ্যবিধি রক্ষায় সেলুনে খাওয়া-দাওয়া নিষিদ্ধ ও নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪