হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সংঘাতের ষষ্ঠ দিনে ইরানে এখন প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। বিবিসি ভেরিফাইকে তাঁরা বলেছেন, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরান সরকার ইন্টারনেট প্রবেশে কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছিল। মূলত ভার্চুয়াল সার্ভার প্রোভাইডারদের টার্গেট করে এটি করা হয়েছিল। এই সার্ভারগুলোর মাধ্যমে ইরানিরা আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোয় প্রবেশ করত।

তবে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের সরাসরি নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে দেখা গেছে, ইরানজুড়ে ইন্টারনেট ব্যবহারযোগ্যতা ভেঙে পড়েছে। সংস্থাটি জানিয়েছে, এই অবস্থা দেখে মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

নেটব্লকসের গবেষণা পরিচালক ইসিক মাতের বিবিসিকে বলেন, ‘২০১৯ সালের নভেম্বরের পর ইরানে আমরা এই প্রথম এমন প্রায় পূর্ণ সংযোগ বিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি। এমনকি ২০২২ সালের মাহসা আমিনির প্রতিবাদের সময়েও এতটা সীমাবদ্ধতা ছিল না।’

বিবিসি ইরানে মুক্তভাবে কাজ করতে পারে না। ফলে ইন্টারনেট বন্ধ থাকা এবং সাধারণ নাগরিকদের অনলাইনে তথ্য শেয়ার করতে না পারা, পরিস্থিতি বুঝে ওঠা ও যাচাই করার ক্ষমতা সীমিত।

তবে ইসিক মাতের আরও বলেছেন, ইতিহাস ঘেঁটে দেখা যায়, ইরান সাধারণত অভ্যন্তরীণ কোনো ইস্যুতে ইন্টারনেট বন্ধ করে দেয়। কিন্তু আন্তর্জাতিক সংঘাতের সময় তারা সাধারণত আন্তর্জাতিক যোগাযোগ চালু রাখার চেষ্টা করে। এবারকার পরিস্থিতি সেই ধারার বাইরে।

এদিকে নেটব্লকস সংস্থাটি এক্স মাধ্যমে এক পোস্টে ইরানে ইন্টারনেট বিচ্ছিন্নতার বিষয়টি নিশ্চিত করেছে।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি