হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু কর্মসূচি রুখতে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ ঘোষণা 

ইরানের পরমাণু কর্মসূচি রুখতে একটি যৌথ ঘোষণায় সাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ওই ঘোষণায় সাক্ষর করেছেন। দুই নেতা তাঁদের ইরান বিরোধী অবস্থান আবারও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য ও ইসরায়েল সফর। এই সফরে বাইডেন ইসরায়েলের নেতৃবৃন্দের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। 

ওই যৌথ ঘোষণায় ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখতে ওয়াশিংটনের অঙ্গীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে রেকর্ড পরিমাণ ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিতে একটি চুক্তি সাক্ষর করে। ওই চুক্তির মেয়াদ ধরা হয়েছিল ১০ বছর। 

বিশ্লেষকেরা এই ঘোষণাকে বেশ গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করেছেন। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে দেশ দুটির অবস্থান এবং ইরানের পরমাণু অস্ত্র নির্মাণ রুখতে এই ঘোষণা বেশ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বাইডেনের সঙ্গে বৈঠক শেষে ইয়ার লাপিদ বলেছেন, তাঁরা দুজন ইরানের পরমাণু অস্ত্রের হুমকির ব্যাপারে আলোচনা করেছেন। তিনি আরও বলেছেন, ‘কোনো পরমাণু শক্তিধর ইরান এই পৃথিবীতে থাকবে না।’ 

ইসরায়েল সফর শেষে বাইডেনের সরাসরি সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। 

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের