হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। কিন্তু তারা আবার সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। কিন্তু তা করলে এবার আরও দ্রুত হামলা হবে। আর এবার ধ্বংস এত বেশি হবে যে আঙুল তুলেও দেখাতে পারবে না।’

ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন, ‘ওদের কথাবার্তা-আচরণে আমরা খুবই নেতিবাচক বার্তা পাচ্ছি। তাদের মাথায় রাখা উচিত যে আমরা আগেও হামলা চালিয়েছি, এবারও হামলা চালাতে পিছপা হব না।’

তেহরান তার ‘সার্বভৌম অধিকার’ অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে—ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই ঘোষণার পরই এল ট্রাম্পের এই হুঁশিয়ারি। ট্রাম্পের হুঁশিয়ারিতে চুপ করে নেই ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন ‘কোনো হুমকি ও চাপের রাজনীতি ইরানকে টলাতে পারবে না।’ আরাকচি আরও বলেন, ‘বেসামরিক ও চিকিৎসা খাতের প্রয়োজনে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাব। যদি আরেকবার হামলা হয়, তাহলে আমাদের জবাবও হবে কঠোর।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না। তবে আলোচনার মাধ্যমে এই ইস্যুতে চলমান সংকট সমাধানের পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় ১২ দিনের যুদ্ধের বিরতি নিয়ে তিনি খুব আশাবাদী নন বলেও জানান।

গত রোববার ইয়েদিওথ আহরোনোথ পত্রিকায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এক বক্তব্য প্রকাশিত হয়, যেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘আপনি যদি ইসরায়েলকে হুমকি দেন, তাহলে ইসরায়েলের হাত আপনার দিকেও যাবে।’

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ