হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাস-ইসরায়েল যুদ্ধে ৬০০ ইসরায়েলি নিহত, যুদ্ধ অনুমোদন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় এ পর্যন্ত ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। অপর দিকে চলমান এ সংঘর্ষে ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ অফিশিয়ালি এ যুদ্ধের অনুমোদন দিয়েছে। আজ রোববার টাইমস অব ইসরায়েল এ খবর জাানিয়েছে।  

প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, গতকাল শনিবার সকালে হামলার শুরু থেকে এ পর্যন্ত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের অধিক। ইসরায়েলে নিহতদের মরদেহ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবী সংগঠন জাকার একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছে। অপর দিকে ইসরায়েলিদের হামলায় ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৯৯০ জন। 

নিহত ইসরায়েলিদের মধ্যে ৪৪ জন সেনাসদস্য বলে নিশ্চিত করেছে দেশটির সেনা বিভাগ। নিহতদের পরিবারকেও এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুটি ভিন্ন পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও।

এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, ‘রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে ব্যাপক আর্টিলারি শেল ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরায়েলি স্থাপনায় হামলা করেছি।’

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি