ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়তে ইসরায়েলকে এক বছর সময় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষ ১৯৬৭ সালের সীমানা মানবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়াল বক্তব্যের সময় ইসরায়েলের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।
রয়টার্সের এক খবরে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, এক বছরের মধ্যে ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলকে চলে যেতে হবে, অন্যথায় ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে। অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর থেকে ভিডিও লিংকের মাধ্যমে মাহমুদ আব্বাস জাতিসংঘের অধিবেশনে তাঁর ভাষণ তুলে ধরেন।
ভার্চুয়ালি দেওয়া এই ভাষণে মাহমুদ আব্বাস জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বানের অনুরোধ জানান।