হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

সৌদি আরবে এই সপ্তাহের ‘মাহজোজ’ লটারি জিতে নিয়েছেন মো. শামীম নামে এক বাংলাদেশি যুবক। এর ফলে তিনি ১০ লাখ দিরহাম পাবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা।

আজ বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দাম্মাম শহরে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করেন শামীম।

আরব আমিরাতভিত্তিক ওই লটারি জয়ের ঘটনাটি শামীমের জন্য খুব বিস্ময়কর ছিল। র‍্যাফল ড্রয়ের নম্বরসহ মাহজোজ লটারি কর্তৃপক্ষ যখন মোবাইল ফোনে নোটিফিকেশন পাঠায়, সেই মুহূর্তটিতে শামীম একা ছিলেন। মেসেজ দেখে তিনি প্রথমে বিশ্বাসই করেননি যে লটারি জিতেছেন।

এ অবস্থায় তিনি তাঁর মাহজোজ অ্যাকাউন্টে লগইন করেন এবং লটারির ড্র-সম্পর্কিত কোনো খবর আছে কি না খুঁজতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নিশ্চিত হন যে লটারি জয় করেছেন।

লটারি জয়ের অনুভূতি জানাতে গিয়ে শামীম বলেন, ‘লটারি জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি ধাক্কা খেয়েছি এবং বাক্‌রুদ্ধ হয়ে পড়ি।’

শামীম আরও বলেন, ‘মাহজোজ অ্যাকাউন্টে আমি যখন আমার মোট অর্থের পরিমাণ দেখি, তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার টাকার পরিমাণে এতগুলো শূন্য এর আগে কখনো যোগ হয়নি। বিপুল পরিমাণ এই টাকা জয়ের জন্য আমি কৃতজ্ঞ।’

শামীমের ভালোবাসার মানুষেরা সব বাংলাদেশে থাকেন। তাই লটারি জয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে ফোন করে তাঁদের খবরটি জানান তিনি।

তবে বাংলাদেশের কোন এলাকায় শামীমের বাড়ি গালফ নিউজের খবরে তা জানানো হয়নি।

শামীম জানিয়েছেন, তিনি ক্রিকেট খেলার খুব ভক্ত। টেলিভিশনে এই খেলা দেখেই তিনি অবসর সময় পার করেন।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার