হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আসাদের পতন আন্দোলনে উত্তাল সিরিয়া 

দক্ষিণাঞ্চলের ক্রমবর্ধমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। গত সপ্তাহে শুরু হওয়া এ বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে যেন আরও চড়াও হয়ে উঠেছে। আজ শুক্রবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিক্ষোভকারীরা গত সোমবার আবারও দেশটির দক্ষিণের সুওয়াইদা প্রদেশে জড়ো হন। জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতি ক্ষোভের কারণে এ বিক্ষোভের সৃষ্টি হয়। স্লোগানে স্লেগানে এ সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

২০১১ সালের বিদ্রোহের পর থেকেই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সুওয়াইদা প্রদেশটি। দেশটির ‘দ্রুজ’ সংখ্যালঘুদের আবাসস্থল। 

অ্যাক্টিভিস্ট নেতৃত্বাধীন সংগঠন সুওয়াইদা ২৪-এর নির্বাসিত প্রধান রায়ান মারুফ বলেন, ‘সুওয়াইদা এর আগে এরকম আন্দোলন দেখেনি। এই শাসন ব্যবস্থা জনগণের চাওয়া-পাওয়া মেটাতে অক্ষম।’ 

জোর দিয়ে বলেন, ‘কেউ অর্থনৈতিক দাবি করছে না। পুনর্নবীকরণ প্রতিবাদগুলো রাজনৈতিক পরিবর্তনের আহ্বান সম্পর্কে।’ 

মারুফ আরও বলেন, ‘তারা অর্থনৈতিক সংস্কার চাইলে ভিন্নভাবে প্রতিবাদ করত। ব্যাংক ভাঙার চেষ্টা করত অথবা জ্বালানি ভর্তুকি ফিরিয়ে আনার চেষ্টা করত। তারা বাথ পার্টি অফিসে আক্রমণ করত না। তারা চায় আসাদের পতন।’

সিরিয়ার পাউন্ডের মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে। গত বছরের শেষের দিকে এর মান থেকে তিনগুণ কমেছে। সরকার রুটি ও পেট্রোলসহ মৌলিক পণ্যগুলোর জন্য ভর্তুকিতে একটি ব্যয়বহুল পুনর্গঠন পরিকল্পনার মধ্যে মজুরি বৃদ্ধি অব্যাহত রেখেছে। 

যুদ্ধাপরাধ ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সরকারের জড়িত থাকার অভিযোগ বছরের পর বছর ধরে সংঘাত ও দুর্নীতি এবং পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা নিয়ে দেশটির অর্থনীতি লড়াই করছে। 

জাতিসংঘ জুন মাসে জানায়, দেশটিতে ১২ বছরের সংঘাতে জনসংখ্যার ৯০ শতাংশকে দারিদ্র্যসীমার মধ্যে ঠেলে দিয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার