হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাইডেনকে ভুল বলে আখ্যা দিলেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন তা ভুল। জার্মান মালিকানাধীন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে। 

বাইডেন আরও বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না। 

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেছেন, ‘আমি ঠিক জানি না, প্রেসিডেন্ট আসলে কী বোঝাতে চেয়েছেন। তবে তিনি যদি বলতে চান যে আমি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি এবং তা ইসরায়েলের স্বার্থকে আঘাত করছে—তাহলে তিনি উভয় ক্ষেত্রেই ভুল।’ 

এ সময় নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তাঁর সরকার যে নীতিমালা গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করছে তা তাঁর ব্যক্তিগত নীতি নয়। তিনি বলেন, ‘এগুলো আমার ব্যক্তিগত নীতি নয়, এগুলো সিংহভাগ ইসরায়েলিদের সমর্থিত নীতি।’ 

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় নিহত ৩১ হাজার ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সদস্যই ১৩ হাজার। এ সময় তিনি হামাস সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবি এমন এক সময়ে এল, যখন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের ৭২ শতাংশেরও বেশি শিশু ও নারী। 

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১০০ জনে। এই সময়ে আহত হয়েছে ৭২ হাজার ৬০০ জনেরও বেশি। তার আগে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং গোষ্ঠীটি ২৫৩ জনকে জিম্মি করে আনে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪