হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইস্ফাহান পারমাণবিক কেন্দ্রের চার ভবন ক্ষতিগ্রস্ত: আইএইএ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় শুক্রবারের হামলায় অন্তত চারটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র এবং একটি জ্বালানি প্লেট উৎপাদন কারখানা রয়েছে।

আইএইএ এক বিবৃতিতে জানায়, নাতাঞ্জের মতো এখানেও পার্শ্ববর্তী এলাকায় তেজস্ক্রিয় বিকিরণ বৃদ্ধির কোনও আশঙ্কা নেই।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার অংশ হিসেবে গত শুক্রবার ইসরায়েল একযোগে নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালায়। ইসফাহান হলো ইরানের অন্যতম পারমাণবিক কেন্দ্র, যেখানে ইউরেনিয়াম রূপান্তর, জ্বালানি উৎপাদন ও গবেষণামূলক কাজ পরিচালিত হয়।

আইএইএ জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়কে তথ্য সরবরাহ করবে।

পর্যবেক্ষক সংস্থাটি এর আগে সতর্ক করেছিল যে সশস্ত্র সংঘাতে পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি ঘটলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

ইরান এই হামলাকে ‘সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে। চীন, রাশিয়া ও তুরস্ক ইতোমধ্যে এ ধরনের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার