হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইস্ফাহান পারমাণবিক কেন্দ্রের চার ভবন ক্ষতিগ্রস্ত: আইএইএ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় শুক্রবারের হামলায় অন্তত চারটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র এবং একটি জ্বালানি প্লেট উৎপাদন কারখানা রয়েছে।

আইএইএ এক বিবৃতিতে জানায়, নাতাঞ্জের মতো এখানেও পার্শ্ববর্তী এলাকায় তেজস্ক্রিয় বিকিরণ বৃদ্ধির কোনও আশঙ্কা নেই।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার অংশ হিসেবে গত শুক্রবার ইসরায়েল একযোগে নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালায়। ইসফাহান হলো ইরানের অন্যতম পারমাণবিক কেন্দ্র, যেখানে ইউরেনিয়াম রূপান্তর, জ্বালানি উৎপাদন ও গবেষণামূলক কাজ পরিচালিত হয়।

আইএইএ জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়কে তথ্য সরবরাহ করবে।

পর্যবেক্ষক সংস্থাটি এর আগে সতর্ক করেছিল যে সশস্ত্র সংঘাতে পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি ঘটলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

ইরান এই হামলাকে ‘সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে। চীন, রাশিয়া ও তুরস্ক ইতোমধ্যে এ ধরনের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার